Leech Protection কী?
Leech Protection হলো cPanel-এর একটি নিরাপত্তা টুল যা ওয়েবসাইটের নির্দিষ্ট প্রাইভেট এরিয়ায় (যেমন: লগইন পেইজ, মেম্বারশিপ সেকশন) একাধিক অননুমোদিত বা অতিরিক্ত লগইন প্রচেষ্টা আটকাতে সাহায্য করে। এটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট সংখ্যার বেশি লগইন প্রচেষ্টা হলে ইউজারদের অ্যাক্সেস সীমাবদ্ধ করতে পারেন।
কেন Leech Protection ব্যবহার করবেন?
Leech Protection চালু রাখলে আপনি:
-
অননুমোদিত ব্যবহারকারীদের থেকে সুরক্ষা পাবেন
-
লগইন তথ্য ফাঁস বা শেয়ার হওয়ার কারণে অতিরিক্ত একসেস রোধ করবেন
-
ব্রুট ফোর্স অ্যাটাক বা স্বল্পমাত্রার ডিক্রিপশন অ্যাটাক থেকে রক্ষা পাবেন
-
ব্যবহারকারীদের নিরাপদ লগইন অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন
কীভাবে cPanel-এ Leech Protection চালু করবেন?
-
cPanel-এ লগইন করুন।
-
"Leech Protection" টুলে ক্লিক করুন (Security সেকশনে)।
-
একটি পেইজ আসবে যেখানে আপনার ওয়েবসাইটের প্রাইভেট ডিরেক্টরি গুলো তালিকাভুক্ত থাকবে।
-
যেই ডিরেক্টরির জন্য Leech Protection চালু করতে চান, সেটি সিলেক্ট করুন।
-
নিচের সেটিংস কনফিগার করুন:
-
Maximum Number of Logins Per Username: নির্ধারণ করুন একই ইউজারনেম দিয়ে একসময় সর্বোচ্চ কয়বার লগইন করা যাবে (যেমন: 3)
-
Redirect URL: যদি সীমা অতিক্রম হয়, ইউজারকে কোন পেইজে পাঠানো হবে তা লিখুন (যেমন: warning.html)
-
Notify Email: সীমা অতিক্রম হলে কোন ইমেইলে নোটিফিকেশন যাবে তা উল্লেখ করুন
-
Suspend User: অপশন টিক দিয়ে ওই ইউজারকে সাময়িকভাবে নিষিদ্ধ করতে পারেন
-
-
সব সেটিংস ঠিক হলে Enable বা Submit বাটনে ক্লিক করুন।
নিরাপত্তা পরামর্শ
-
লগইন তথ্য শেয়ারিং এড়াতে যথাযথ সংখ্যা নির্ধারণ করুন
-
নিয়মিত ইউজার লগইন লগ মনিটর করুন
-
সন্দেহজনক ইউজার শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিন
-
ব্যবহারকারীদেরকে নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারে উৎসাহিত করুন