আজ আমরা cPanel-এর গুরুত্বপূর্ণ একটি ফিচার Email নিয়ে আলোচনা করব। ওয়েব হোস্টিং ব্যবহারকারীদের জন্য ইমেইল একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং নিয়মিত ব্যবহৃত ফিচার। এই Email সেক্শনে রয়েছে একাধিক টুল, যার মাধ্যমে আপনি নিজের ডোমেইনের জন্য প্রফেশনাল ইমেইল অ্যাকাউন্ট তৈরি, পরিচালনা এবং কনফিগার করতে পারবেন।
এই বিভাগের প্রথম এবং অন্যতম প্রধান ফিচার হলো Email Accounts যার মাধ্যমে আপনি নিজের ডোমেইনের নামে ইমেইল তৈরি করতে পারবেন যেমন: [email protected], [email protected] ইত্যাদি।
আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানব cPanel-এর Email Accounts টুলটি কী, এটি দিয়ে কী কী করা যায়, এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়।
Email Accounts-এর মূল কাজসমূহ
- নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা
- পাসওয়ার্ড নিয়ন্ত্রণ
- Storage কোটা নির্ধারণ
- ডিভাইসে কনফিগারেশন ইনফো পাওয়া
- ওয়েবমেইল ব্যবহারের সুবিধা
কিভাবে Email Accounts ব্যবহার করবেন
সিপ্যানেল এ লগইন করুন।
সিপ্যানেল এ লগইন করার পর আপনি অনেক গুলো টুলস দেখতে পারবেন , টুলস লেখার ঠিক নিচেই রয়েছে ইমেইল। ড্রপ ডাউন আইকন এ চাপ দিন।
এখানে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন। চিন্তার কিছু নেই আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করবো। ইমেইল একাউন্টস অপশনটিতে চাপ দিন
এখানে আপনি নতুন ইমেইল তৈরী করতে পারবেন এবং ইমেইল সংক্রান্ত সকল কিছু ম্যানেজ করতে পারবেন। ইমেইল এর স্টোরেজ কতটুকু আছে , ওয়েবমেইল এ লগইন আরো অনেক অপশন রয়েছে।
এখন আমরা একটি নতুন ইমেইল তৈরী করবো , ক্রিয়েট বাটন এ চাপ দিন।
এখানে উপরে আপনি ডোমেইন লিখা একটি অপশন দেখতে পাবেন , এখন থেকে আপনি আপনার ডোমেইন সিলেক্ট করে নিতে পারবেন , আপনি যে ডোমেইন এর আন্ডার এ ইমেইল একাউন্ট তৈরী করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
নিচে ইউজারনেইম এর জায়গায় আপনার সিলেক্ট করা ইউজারনেম দিন , যেমন : ইনফো , সাপোর্ট , নোরিপ্লে ইত্যাদি।
পাসওয়ার্ড দিন। একটি শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন করুন।
অপশনাল সেটিংস থেকে ইমেইল এর জন্য স্টোরেজ সেট করুন , ডিফল্ট ভাবে ১০২৪ দেওয়া থাকে। সব ঠিক ভাবে দেয়ার পর ক্রিয়েট বাটন এ চাপ দিন
অভিনন্দন আপনি সফল ভাবে একটি ইমেইল একাউন্ট তৈরী করে ফেলেছেন।
এখন আমরা দেখবো কিভাবে আপনি ইমেইল চেক করবেন?
আপনার ইমেইল একাউন্ট এ কতগুলো মেইল আসলো সেটি দেখার জন্য আপনাকে আবার ইমেইল একাউন্টস এ যেতে হবে , তারপর আপনি যে ইমেইল এর ইনবক্স চেক করতে চাচ্ছেন সেটির ডান পাশে চেক ইমেইল নামের একটি অপশন দেখতে পাবেন সেটিতে চাপ দিন।
তারপর আপনি নিচের ছবির মতো অনেক গুলো অপশন দেখতে পাবেন।
আমরা রাউন্ডকিউব এর মাধ্যমে ইমেইলটি একসেস করবো তাই রৌনডকিউব এর লগির নিচে ওপেন বাটন এ চাপ দিবো।
এখন থেকে আপনি ইমেইল দেখতে পারবেন এবং অন্যান্ন কাজ ও করতে পারবেন।
নিরাপত্তার জন্য পরামর্শ
সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
প্রয়োজনে Spam Filters ব্যবহার করে অবাঞ্ছিত মেইল আটকান
সন্দেহজনক ইমেইলে ক্লিক করা থেকে বিরত থাকুন