Mailing List হলো এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি একসাথে একাধিক ইমেইল ঠিকানায় মেইল পাঠাতে পারেন, শুধুমাত্র একটি ঠিকানায় মেইল করে। এটি মূলত গ্রুপ ইমেইলের মতো কাজ করে — একাধিক ইউজারকে একসাথে যোগাযোগ করার একটি সহজ মাধ্যম।
এই ফিচারটি মূলত ব্যবসায়িক, টিম, ক্লাব, বা বড় কোনো কমিউনিটির মধ্যে মেইল শেয়ার করার জন্য ব্যবহৃত হয়।
Mailing List কেনো দরকার হয়?
-
আপনি যদি একটি গ্রুপে নিয়মিত ইমেইল পাঠান (যেমনঃ ক্লায়েন্ট আপডেট, টিম নোটিস, নিউজলেটার ইত্যাদি)
-
আপনি যদি চাচ্ছেন অনেককে একসাথে একটি ঠিকানা থেকে মেইল পাঠাতে
-
আপনি যদি সদস্যদের ইমেইল লিস্টে নিয়ন্ত্রণ রাখতে চান — কে মেইল পাঠাতে পারবে, কে শুধু পাবেন
Mailing List কিভাবে কাজ করে?
Mailing List ব্যবহার করলে আপনি একটি গ্রুপ ইমেইল অ্যাড্রেস তৈরি করেন, যেমন [email protected]
।
এই লিস্টে আপনি যাদের অ্যাড করেন, তারা সবাই ঐ অ্যাড্রেসে পাঠানো মেইল একসাথে পাবেন।
আপনি চাইলে ঠিক করতে পারেন কে কে মেইল পাঠাতে পারবে এবং কে কে শুধু পাবেন (Subscribers vs Moderators)।
Mailing List কিভাবে তৈরি করবেন?
ধাপ ১
cPanel-এ লগইন করুন
প্রথমে আপনার হোস্টিং অ্যাকাউন্টে গিয়ে cPanel-এ প্রবেশ করুন।
ধাপ ২
Mailing Lists অপশনে ক্লিক করুন
Email সেকশনের “Mailing Lists” অপশনটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন।
ধাপ ৩
নতুন Mailing List তৈরি করুন
-
List Name: আপনি যে নাম রাখতে চান (যেমনঃ
team
,clients
,news
) -
Domain: কোন ডোমেইনের অধীনে লিস্ট তৈরি হবে
-
Password: লিস্ট কনফিগারেশনে অ্যাক্সেস পাওয়ার জন্য একটি পাসওয়ার্ড দিন
-
Access Type:
-
Private: কেবল অনুমোদিত মেম্বাররা মেইল পাঠাতে পারবে
-
Public: যেকেউ লিস্টে মেইল পাঠাতে পারবে
-
এরপর Add Mailing List বাটনে ক্লিক করুন।
Mailing List কনফিগার ও ম্যানেজমেন্ট
Mailing List তৈরি করার পর, আপনি সেটি Mailman নামক টুল দিয়ে ম্যানেজ করতে পারবেন।
Mailman ইন্টারফেসে আপনি:
-
মেম্বার অ্যাড বা রিমুভ করতে পারবেন
-
মডারেশন সেট করতে পারবেন
-
সাবস্ক্রাইবারদের জন্য ভিন্ন ভিন্ন অনুমতি দিতে পারবেন
-
অটো-রেসপন্স বা সাবস্ক্রিপশন নোটিস কাস্টোমাইজ করতে পারবেন
Mailman এ প্রবেশের জন্য, Mailing Lists পেজে লিস্টের পাশে থাকা Manage বাটনে ক্লিক করুন।
ব্যবহারের একটি উদাহরণ
ধরুন আপনার টিমে ১৫ জন সদস্য আছে। আপনি [email protected]
নামে একটি লিস্ট তৈরি করলেন এবং সবার ইমেইল এতে অ্যাড করলেন।
এখন আপনি বা অন্য কেউ এই লিস্টে মেইল পাঠালে সেই মেইল স্বয়ংক্রিয়ভাবে সব সদস্য পেয়ে যাবে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
-
Mailing List ফিচারটি ব্যবহার করতে হলে সার্ভারে Mailman ইনস্টল ও সক্রিয় থাকতে হবে
-
অনেক Shared Hosting সার্ভারে Mailing List সাপোর্ট ডিফল্টভাবে বন্ধ থাকতে পারে প্রয়োজনে হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন
-
ভুলভাবে কনফিগার করলে মেইল স্প্যাম ফোল্ডারে যেতে পারে বা পাঠানোই না-ও হতে পারে