Address Importer হলো cPanel-এর একটি সময় সাশ্রয়ী টুল যার মাধ্যমে আপনি একসাথে একাধিক ইমেইল অ্যাকাউন্ট বা ফরওয়ার্ডার খুব সহজেই তৈরি করতে পারেন — শুধু একটি CSV বা Excel ফাইল আপলোড করে।
এই টুলটি ব্যবহার করলে এক এক করে ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় না, বরং কয়েকটি বা শতাধিক অ্যাকাউন্ট এক ক্লিকে তৈরি হয়ে যায়।
কখন Address Importer দরকার হয়?
-
আপনি যদি একাধিক ইউজার বা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান (যেমন: একটি প্রতিষ্ঠানের সব কর্মীর জন্য)
-
যদি আপনাকে অনেক ফরওয়ার্ডার একসাথে কনফিগার করতে হয়
-
আপনার কাছে আগেই CSV বা Excel ফরম্যাটে ইমেইল লিস্ট তৈরি করা আছে
-
বড় কোনো মাইগ্রেশন বা নতুন ডোমেইনে ইমেইল সেটআপ করতে চান
Address Importer কিভাবে কাজ করে?
এই টুলের মাধ্যমে আপনি একটি ফাইল আপলোড করেন যাতে প্রতিটি লাইনে একটি করে ইমেইল অ্যাকাউন্ট বা ফরওয়ার্ডারের তথ্য থাকে।
cPanel তখন সেই তথ্য অনুযায়ী ইমেইল অ্যাকাউন্ট বা ফরওয়ার্ডার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেয়।
আপনার CSV বা Excel (.xls/.xlsx) ফাইলের প্রতিটি কলাম আলাদা আলাদা ফিল্ড হিসেবে চিনতে পারবে (যেমন: username, domain, password ইত্যাদি)।
কিভাবে Address Importer ব্যবহার করবেন?
ধাপ ১
cPanel-এ লগইন করুন
প্রথমে আপনার হোস্টিং অ্যাকাউন্টে গিয়ে cPanel-এ প্রবেশ করুন।
ধাপ ২
Address Importer অপশনটি খুঁজে বের করুন
Email সেকশনে Address Importer নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করুন।
ধাপ ৩
কী তৈরি করতে চান তা নির্বাচন করুন
-
Email Accounts
-
Forwarders
আপনার প্রয়োজন অনুযায়ী একটি অপশন বেছে নিন।
ধাপ ৪
ফাইল আপলোড করুন
-
আপনার তৈরি করা CSV বা Excel (.xls/.xlsx) ফাইলটি আপলোড করুন
-
ফাইলের প্রতিটি কলাম ঠিক কোন ফিল্ড বোঝায় তা cPanel আপনাকে ম্যাপ করতে বলবে
নেক্সট এ চাপ দিন।
ধাপ ৫
ডোমেইন নির্বাচন করুন
আপনার হোস্টিং-এ যেসব ডোমেইন যুক্ত আছে, সেখান থেকে যে ডোমেইনের অধীনে অ্যাকাউন্ট তৈরি হবে সেটি সিলেক্ট করুন।
নেক্সট এ চাপ দিন।
ধাপ ৬
কনফার্ম ও ইম্পোর্ট করুন
সব তথ্য নিশ্চিত হলে Finish বাটনে ক্লিক করুন এবং আপনার সব ইমেইল অ্যাকাউন্ট বা ফরওয়ার্ডার একসাথে তৈরি হয়ে যাবে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়
-
CSV ফাইলটি কমা (
,
) দিয়ে পৃথক করা হতে হবে -
ইমেইল অ্যাকাউন্ট তৈরির জন্য পাসওয়ার্ড ফিল্ড থাকা আবশ্যক
-
ফরওয়ার্ডারের জন্য source (যে ঠিকানা থেকে ফরওয়ার্ড হবে) ও email (যেখানে ফরওয়ার্ড হবে) ফিল্ড থাকতে হবে
-
ভুল ফরম্যাট বা ডোমেইন না মেলা গেলে ইমপোর্ট হবে না